মার্কেট প্লেস ছাড়াও কোথায় কোথায় ফ্রিলান্সিং করা যায়?



মার্কেট প্লেস ছাড়াও কোথায় কোথায় ফ্রিলান্সিং করা যায়?


অনেকের হয়তো ভুল ধারণা থাকতে পারে যে শুধুমাত্র মার্কেটপ্লেসেই ফ্রিলান্সিং জব করা যায়। আসলে এটা ভুল ধারণা কারন আরও অনেক ক্ষেত্র আছে যেখান থেকে আর্ন করা যায়। যেমন- 

মাইক্রোওয়ার্ক থেকে আয় করাঃ 

এসব সাইটে কাজ ছোট ছোট কিন্তু সহজে কাজ পাওয়া যায় এবং কাজগুলো করতে মাত্র কয়েক মিনিট সময় লাগে। তবে এসব সাইটে ইনকামের পরিমাণ খুবই কম।

আর্টিকেল লিখে আয় (বিভিন্ন সাইটে)ঃ

অনলাইন মার্কেটপ্লেস ছাড়াও অনেক ওয়েবসাইট রয়েছে, যেখানে আর্টিকেল লিখে ভাল আর্ন করা যায়। যেমন-

1.  Squidoo.com 
2.  Triond.com 
3.  Iwriter.com 
4.  Ezinearticles.com 
5.  Ehow.com 
6.  Seekingalpha.com 
7.  Hubpages.com 
8.  Ecopywriters.com 
9.  Goarticles.com 
10.  Articledashboard.com 
11.  Buzzle.com 
12.  Selfgrowth.com 
13.  Articlecity.com 
14.  Articlesbase.com 
15.  Articlesfactory.com 
16.  Articlebiz.com 

উপরের সবগুলো জনপ্রিয় আর্টিকেল সাইট আর এসব সাইটে আর্টিকেল লেখার পর লাখ লাখ মানুষের কাছে শেয়ার করা যায়। এসব সাইটের পে খুব ভাল, তবে তারা লেখার জনপ্রিয়তার ভিত্তিতে পে করে থাকে।

ফরেক্স ট্রেড থেকে ইনকামঃ 

এখানে বিদেশি মুদ্রার ক্রয়-বিক্রয় হয়। এখানে আপনি একটি দেশের কারেন্সি বিক্রয় করে অন্য  একটি দেশের কারেন্সি ক্রয় করতে পারেন। যেমন, আপনি আমেরিকার কারেন্সি ডলার বিক্রি করে বৃটেনের কারেন্সি পাউন্ড ক্রয় অথবা পাউন্ড বিক্রি করে ডলার ক্রয় করতে পারবেন। 

অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আয়ঃ

এটি একটি কমিশন ভিত্তিক কাজ। অন্যের পণ্য বা সেবা ইন্টারনেটের মাধ্যমে প্রচার করে বিক্রি করে সেখান থেকে কমিশন গ্রহন করা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। এক্ষেত্রে সবচেয়ে বড় মার্কেটপ্লেস হলো অ্যামাজন। 

সিপিএ মার্কেটিং থেকে আয়ঃ

এর মানে হচ্ছে Cost per acquisition (CPA), also known as "Cost per action" or pay per acquisition (PPA) and cost per conversion.   

এটি একটি অনলাইন এডভারটাইজিং প্রাইজিং মডেল যেখানে এডভারটাইজার পে করে কোন নির্দিষ্ট একুইজিসন (acquisition) এর মাধ্যমে যেমন সেল, ক্লিক, সাইন আপ, নিউজ লেটার, ফোরাম সাবমিট ইত্যাদি। 

ছবি তুলে আয়ঃ 

বিভিন্ন সাইটি একটি ছবি ১ থেকে ১০০ ডলারে বা তার বেশি ডলারেও বিক্রি হয়। এজনয় আপনাকে ফটোগ্রাফার হতে হবে। এরকম কিছু সাইটে নাম দেয়া হলোঃ

* Shutterstock 
* 500pxprime 
* Smugmug Pro 
* iStockphoto  
* Dreamstime 

ব্লগিং করে আয়ঃ

মান সম্মত ব্লগ থাকলে এর মাধ্যমে অনেক ভাবে আয় করা যায়। আর এর থেকে আয়ের পরিমাণও অনেক ভাল এবং দীর্ঘস্থায়ী। 

যে যে মাধ্যমে আপনি ব্লগ থেকে আয় করতে পারেন-

* গুগল অ্যাডডসেন্স/অল্টারনেটিভ অ্যাডসেন্স
* ডিরেক্টর এডভারটাইজিং ব্যানার
* অ্যাফিলিয়েট মার্কেটিং 
* ফিচার্ড ব্লক পোস্ট, ইত্যাদি।

Comments

Post a Comment

Popular posts from this blog

What Makes Me Happy!!!

Augusta Ada: The first programmer

1.1 Writing: As A Communication Tool