কন্টেন্ট রাইটারদের এর জন্য রিসার্চ স্ট্রাটাজি কেমন হবে?
রিসার্চ শব্দটা একটু গুরুগম্ভীর ও খটমটে টাইপের বটে। শুনলেই মস্তিষ্কে দশ সেকেন্ডের জন্য ঝড় বয়ে যায়। তবে একটা কিলিং হেডলাইন লেখার জন্য, বা তোমার লেখার প্রথম ড্রাফটের জন্য খুবই গুরুত্বপূর্ণ। নামিদামি লেখকরা সবাই এক এক জন এই স্কিলের পারদর্শী বলেই তাদের লেখা হাজার হাজার বার পোস্ট-রিপোস্ট হয়, শেয়ার হয়, লাইক পড়ে হয়েক লক্ষ। তাহলে আমরা কিছুটা হলেও বুঝতে পারলাম একটা ভাল লেখার জন্য সবার আগে রিসার্চ করা দরকার। কিন্তু আমরা অধিকাংশই বিষয়টিকে ইগনোর করি, বা পাশ কাটিয়ে চলে যেতে চায়। যেমনভাবে অনেকে তার সৎ ভাইকে আপন ভাবতে পারে না, এবং দেখেও না দেখার ভান করে। সেটা যাই হোক, একজন সফল কন্টেন্ট রাইটার হওয়ার জন্য তোমাকে অবশ্যই রিসার্চ করতে হবে। চল, এখন দেখে আসি একটা ভাল রিসার্চ তোমার জন্য কি কি করতে পারে! ভাল রিসার্চ তোমার জন্য কি করতে পারে? ভাল রিসার্চ তোমার লেখালিখিতে, এমনকি জীবনের প্রতিটি ক্ষেত্রে সিদ্ধান্ত গ্রহনে হেল্প করতে পারে। এই স্কিলটা একবিংশ শতকের প্রতিটি কোম্পানি তাদের কর্মীদের কাছে একটু হলেও ডিমান্ড করে থাকে। কর্মীরা যাতে ইন্টারনেটকে ব্যবহার করে, তথ্য সংগ্রহ করে সঠিক পদক্ষেপ নিয়ে কোম্পানির ...