A Story of Coloreless ColorPaint
![Image](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjss0fw-Rlqb74lHbquCBAO9NHJqJ4msb1QCpHTtpyp4nrwHDewihZejVbY3Bd5jfRucyiofbgY9_9Y5ng5g8-zp4QG_Lqf9rDgC3HNxxdAoYc7opnJ5fhLO9OGRGHY9uZCwYPIGgQRGLOz/s640/20200313_235449_0000.png)
রংহীন রংতুলির গল্প মেয়েটার নাম সাবিরা, শ্যামলা চেহারার দেখতে ছিমছাম। মেয়েটা জানেও না তার চোখের রহস্যে খেলা করে একটা ছেলে। ছেলেটা কিছুটা বেখেয়ালী, উস্কোসুস্ক চুল,ভীষণ ধরণের অগোছালো। অনেকে বলে পাগলাটে টাইপের। গুটি কয়েক বন্ধুর সাথে ছাড়া মিশতেও পারে না। ক্লাসের সবাই একটু এড়িয়ে চলে ওকে, মুখ গুজে থাকে ফোনের স্কিনে, কি যেন ছাতার মাতা লেখে। লেখালিখি যে পারে তা মনে হয় না, লেখকদের যে উদ্দীপ্ত জ্যোঁতি থাকে তার মধ্যে তা নেই। উদ্ভট পোষ্ট দেয় মাঝে মাঝে, দেশের রাজনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি নিয়ে কোন মথাব্যথা নেই তার। তাহলে সে কি লেখে! মনে হয় কবিতা লেখে! না তার একটা কবিতা কোথাও প্রকাশ হয়নি! উপন্যাস লিখবে! সে ধর্য্য তার নেই, দেখলেই বোঝা যায়। যতটুকু জেনেছি দু-তিন টি ছোট গল্প লিখতে চেষ্টা করেছে। কিন্তু সেগুলে কোন দিক দিয়েই গল্পের মর্যাদা পায় না। আরও একটা কথা, শুনেছি সে নাকি নামহীন কোন ওয়েবপেইজে কন্টেন্ট লিখে! মাঝে মাঝে টাইমলাইন শেয়ার দিয়ে কাউন্ট করে কত তম লেখা তার! পাগল না হলে কেউ এসব করে! সাবিরা নামের যে মেয়েটির কথা বলেছি, সে সদ্য বিশ্ববিদ্যালয়ের পা দিয়েছে। বাড়ি ছেড়ে, বাবা-মা ছেড়ে অচ...